তুরস্কজুড়ে বিক্ষোভ, ৯ সাংবাদিক আটক

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ করছে অসংখ্য মানুষ। গত রোববার রাতভর বিক্ষোভের সংবাদ সংগ্রহ করা ৯ জন সাংবাদিককে কর্তৃপক্ষ আটক করেছে। গতকাল সোমবার তুরস্কের সাংবাদিক ইউনিয়ন এ তথ্য জানিয়ে বলেছে, সাংবাদিকদেরকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। সাংবাদিকদেরকে কেন আটক করা হল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। তবে সাংবাদিক ইউনিয়ন বলছে, বিক্ষোভের সংবাদ সংগ্রহ করায় তাদেরকে আটক করা হয়েছে। বাড়তে থাকা বিক্ষোভের মধ্যে একে দমনপীড়ন আখ্যা দিয়েছে সাংবাদিক ইউনিয়ন। তারা বলছে, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের সত্য জানার অধিকারের ওপর হামলা হয়েছে। এক্সে এক পোস্টে সাংবাদিক ইউনিয়ন বলেছে, সাংবাদিকদের চুপ করিয়ে দিয়ে সত্য লুকানো যাবে না। আটক সাংবাদিকদের মধ্যে একজন এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) আলোকচিত্রীও আছেন বলেও জানিয়েছে তারা। তবে কর্তৃপক্ষ সাংবাদিক আটক নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। ওদিকে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া তুরস্কে গত সপ্তাহে বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত গ্রেপ্তার হওয়াদের সংখ্যা জানিয়ে বলেছে, মোট ১ হাজার ১৩৩ জন আটক হয়েছে। এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, রাস্তাঘাটে ত্রাস, জাতির শান্তি ও নিরাপত্তায় হুমকি সৃষ্টি করাটা কোনওভাবেই সহ্য করা হবে না। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৯৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভেনেসা ট্রাম্পের প্রেমে ভাসছেন টাইগার উডস