তুমি ব্যর্থ, ব্যর্থ তুমি, সমুদ্র সম ব্যর্থ তুমি, চারিপাশ ঘেরা নদীবিধৌত উপত্যকার ন্যায় ব্যর্থ তুমি, কিনারাহীন মহাসমুদ্রের বিভীষিকাময় দানব সদৃশ তরঙ্গের উল্লাসে ব্যর্থ তুমি, কালবৈশাখীর ভয়ংকর ঝড়ো হাওয়ায় সফলতাগুলো তোমার উড়িয়ে নিয়ে যায় ডাস্টবিনের এক কোণায়, এতো ব্যর্থতা, এতো বাধা, কতো কতো শত্রুর কষাঘাত!
তবু তুমি দুর্বার, পিছু হটো না। সফলতা কাছে এসে চোখ রাঙিয়ে ধোঁকা দিয়ে চলে যায় তোমাকে, তবু তুমি মনোভঙ্গতায় নুয়ে পড়ো না! সফলতার নেশায় তুমি লেগে আছো নির্লজ্জের মতো, বিরামহীন গতিতে ছুটেই চলেছো! কোথায় গিয়ে থামবে তোমার এই প্রচেষ্টা, উদ্যম? প্রভু বিনে তুমি নিজেও জানো না। সফলতা একদিন আসবেই।