অবেলায় ভাবছি তোমায়
চলছে সময় কাটছে প্রহর।
ভেবেছিলাম –
সন্ধ্যা রাতের আকাশে,
আধখানা চাঁদ হবে তুমি
আমি হবো শুকতারা হয়ে পাশে।
তুমি – আমি হবো আলাদা
সম্মানের সাথে শেষ হবে
ভালোবাসা নামক শব্দ।
বিচ্ছেদ আসবে
শুরু হবে হৃদয়ের যন্ত্রণা।
ভালোবাসার শেষ আশ্রয় হবে
দুঃখ নিবাসে।
যত দূরে থাকো,
ফের হয়ে যাবে দেখা
বহুকাল পরে।
বেলা শেষে তোমাকে ছাড়া
কিছুই চাইনি আমি
দেখ, প্রকৃতির কি বিচার
উপহার দিলো আমায়
তুমি বিহীন দীর্ঘ পথ চলার।