তুমি নীল যমুনার জল

সত্যজিৎ দাশ কাঞ্চন | রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৫:১৫ পূর্বাহ্ণ

তুমি নদী ছিলে

আমি দিগন্ত নীলাচল

আমি পাহাড় হয়ে দেখি

তুমি নীল যমুনার জল।

তুমি মন খারাপের গল্প শোনাও

মাঘ নিশীথের শীতে

আমি তন্দ্রাহারা রজনী জাগি

সুখের বিপরীতে

ঝুঁজকাবেলায় স্বপ্ন দেখি

ঘন কুয়াশার আঁচল

আমি পাহাড় হয়ে দেখি

তুমি নীল যমুনার জল।

জীবনের জলসাঘরে

বেহাগ বাজাও তুমি

আমার বুকে উতাল পাতাল

সাহারা মরুভূমি।

সৃতি নদী পার হতে গিয়ে

ডুবে গেছি অতল

আমি পাহাড় হয়ে দেখি

তুমি নীল যমুনার জল।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছর হোক আত্মশুদ্ধির সময়
পরবর্তী নিবন্ধনতুন বছরের ডাক