কতো আশা ছিলো তোমার জন্মদিনে,
মেতে উঠবো সবাই হাসি আর গানে।
ছন্দে ছন্দে পড়বো তোমার মজার ছড়া,
তোমার নিবেদনে লেখা ও হবে পড়া।
একটি খবরে সব হয়ে গেল চুরমার,
পৃথিবী ছেড়ে চলে গেছে সুকুমার।
সেই থেকে সবাই শোকাহত কাঁদছে প্রাণ,
ভীষণ কষ্টে সব হয়ে গেছে ম্রিয়মান।
চারিদিকে এখন শুধু শোকের মিছিল,
সজল চোখে দেখছে তা বিষণ্ন নিখিল।
চলে গেলে প্রকৃতির অমোঘ নিয়মে,
তবু কী ব্যথা বাজে হৃদয় মরমে।
জীবনভর পেয়েছো তুমি কতো কষ্ট,
তোমার জীবনপঞ্জী বলে দেয় তা পষ্ট।
ওপারে এখন থাকো পরম যতনে,
তুমি রবে চিরঞ্জীব
অমর সৃজনে।












