ড. সাইদ ইকরাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। একই বিশ্বদ্যালয়ের শিক্ষার্থী রিয়া। সে ড. সাইদের ভক্ত, তবে ভালোবাসে বড়লোকের উড়নচন্ডী ছেলে রক্তিমকে। এদিকে বিশ্ববিদ্যালয় থেকেই সাইদের সঙ্গে পরিচয় হয় রিয়ার চাচতো বোন বন্যার। সাইদ এবং বন্যা একে অপরকে মনে মনে পছন্দও করতো। কিন্তু কখনো প্রকাশ করেনি। এরই মধ্যে স্কলারশিপ পেয়ে বিদেশে পিএইচডি করতে চলে যায় সাইদ। নিঃসঙ্গ হয়ে পড়ে বন্যা। এ সময় তার দিকে হাত বাড়িয়ে দেয় সহপাঠী জাফর। পারিবারিক সম্মতিতে তাদের বিয়েও হয়। কিছুদিন পরই পিএইচডি শেষ করে দেশে ফিরে আসে সাইদ। আবারও তার দেখা হয় বন্যার সঙ্গে। সখ্যতা বাড়ে। তারা বিয়ের সিদ্ধান্তও নেয়। ঠিক এমন সময় রিয়া এসে বন্যাকে জানায়, সে সাইদকে ভালোবাসে। তাকে বিয়ে করতে চায়। বিয়ে না করলে আত্মহত্যারও হুমকি দেয়। রিয়ার পাগলামীতে সাইদেকে বুঝিয়ে বিয়েতে রাজি করায় বন্যা। বিয়ে হয়ে যায় সাইদ ও রিয়ার। কিন্তু বাসর রাতে রিয়া জানায়, সে আসলে সাইদকে ভালোবাসে না।
রিয়া আরও জানায়, বড়লোকের বখাটে ছেলে রক্তিমের সঙ্গে অবাধ মেলামেশায় সে অন্তঃস্বত্ত্বা। কিন্তু রক্তিম এখন তাকে অস্বীকার করছে। তাই রক্তিমের মতো একজন কাপুরুষের সন্তানকে সাইদের মতো একজন বীরপুরুষের ছায়ায় মানুষ করবে বলেই সে তাকে বিয়ে করেছেন। এরপর কী হয়, জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়। কারণ এটি রিয়েল লাইফের কোনো গল্প নয়, রিল লাইফের। এমনই ব্যতিক্রমী এক গল্পে নাটক নির্মাণ করেছেন নির্মাতা আসাদুজ্জামান আসাদ। নাম ‘তুমি কোন গগনের তারা’। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন জহির করিম। প্রযোজনা করেছে অন্তরীপ প্রোডাকশন। এই নাটকের প্রধান তিনটি চরিত্র রিয়া, সাইদ ও বন্যা চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা, মনোজ প্রামাণিক ও মৌমিতা মৌ। বিভিন্ন চরিত্রে আরও আছেন তালহা খান, রেশমী, উর্মি, আসাদ ও পলক রহমান। সমপ্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি দেখানো হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।