তুমি কি হারো

আলেক্স আলীম | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

পদ্মা নদীর ঢেউ বলছে
পারো তুমি পারো।
শেখ মুজিবের কন্যা তুমি
তুমি কি আর হারো!

পদ্মা সেতু পদ্মা সেতু
সবার মুখে মুখে।
অবিশ্বাস্য পদ্মা সেতু
দাঁড়ায় নদীর বুকে।

কূটচাল আর ফন্দি ফিকির
অত কি আর টিকে!
জয় বাংলার প্রতিধ্বনি
শুনি দিকে দিকে।

ধন বাড়বে মান বাড়বে
বাড়বে এখন সবই।
সব জেলাকে এক করে আজ
নতুন দিনের রবি।

২৫ শে জুন সোনায় লেখায়
আছে ক্যালেন্ডারে।
হার না মানা পদ্মাসেতু
বিশ্ব নজর কাড়ে।

পূর্ববর্তী নিবন্ধপ্ল্যাকার্ড হাতে চবি শিক্ষকের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর ছড়া