তুমি কি আমার হবে

কাজী শামীমা রুবী | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

তুমি আমার কালোকেশের ফুল হবে?

নয় তো কর্ণে পরার ঝুমকো দুল হবে?

কাজল কালো আঁখির পাতে কাজল হবে

পরিহহিত দেহের বসনের আঁচল হবে?

তুমি আমার গলার চেনে লকেট হবে

হৃদস্পন্দনের উষ্ণ পরশ হবে

কিংবা ললাট জুড়ে সোহাগি টিপ হবে?

তুমি আমার চম্পক আঙ্গুলের রিং হবে,

হাতের পাতায় কারুকার্যে মেহেদীর রং হবে?

নয়তো দুহাত জুড়ে রেশমি চুড়ি হবে?

জানি তুমি শুধুই আমার হবে, একান্ত আমার।

পূর্ববর্তী নিবন্ধজলফড়িংয়ের উল্লাস
পরবর্তী নিবন্ধআমার বাংলাদেশ