‘তুমি এমনই জাল পেতেছ সংসারে / কার বা এমন সাধ্য আছে এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে’! সত্যি স্রষ্টার তৈরি মায়াজালে সমগ্র জগত সংসার আচ্ছাদিত। এই মায়াজালকে ডিঙিয়ে পার হবার সাধ্য কারো নেই। দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ বা চিরতরে হারিয়ে যায়। কিন্তু রেখে যায় স্নেহ মায়া ভালোবাসার অফুরন্ত স্মৃতির ভাণ্ডার। রালফ্ স্মার্ট বলেছেন,‘পৃথিবীর সবচেয়ে বড় মায়া হয় তখন, যখন ছেড়ে যাওয়ার সময় চলে আসে’। এ ছেড়ে যাওয়া শুধু পৃথিবী থেকে বিদায় নয়। এই ছেড়ে যাওয়া হল বাবা মাকে ছেড়ে যাওয়া, ভাই বোনদের থেকে আলাদা হওয়া। এই ছেড়ে যাওয়া হলো বন্ধুত্বের বাঁধনকে ছেড়ে যাওয়া, স্বজনদের ছেড়ে যাওয়া। সর্বোপরি ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাওয়া। প্রতিটি সম্পর্কের ছেড়ে যাওয়ার মাঝেই মায়ার আবরণ জড়িয়ে আছে। আবার সব ছেড়ে যাওয়ার উদ্দেশ্য এক নয়। নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেকে সুদূরে পাড়ি জমান। কেউ বা প্রতিষ্ঠা লাভের পর শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। আবার অনেকে মায়ার জাল কাটাতেই পারেন না, ফিরে আসেন চির পরিচিত চেনা স্বজনদের কাছে। চাইলেও ছেড়ে যেতে পারেন না নিজের অস্তিত্বকে।
কিছু সম্পর্ক আছে বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে, কত মায়া জড়িয়ে আছে এর অন্ত:স্থলে। যে ছেলে বা মেয়েটি বাবা মায়ের হাত না ধরে চলতে পারে না তারাও একসময় বড় হয়ে নিজেদের চলার পথ ঠিক করে নেয়। পিছনে ফেলে যায় হাজারো স্মৃতি। যে ভাই বোন খুঁনসুঁটি ছাড়া একটি দিনও কাটায়নি, সময়ের জালে আটকে গিয়ে তারাও পরস্পর থেকে দূরে সরে আসে। যে বন্ধুত্বের মাঝে অটুট বন্ধন, ভালোবাসা, আবেগ, সহমর্মিতা মেশানো ছিল তাকেও বাস্তবতার চাকায় ধরাশায়ী হতে হয়। যে বন্ধুকে ছাড়া একটা ডিমও ভাগাভাগি করে খাবার কল্পনাও করা যায়নি সময়ের করালগ্রাস সেসব সুন্দর সম্পর্কগুলোকে ছিন্ন করে দেয়। কিন্তু মায়াজালের সুতো কোথাও না কোথাও বাঁধা থাকেই। তাইতো শেষ বেলাতে এসেও ওই গভীর সম্পর্ক আবারো হৃদয়কে আন্দোলিত করে।
চলার পথে আমরা কত সজ্জন ব্যক্তিদের পেয়েছি, যারা অনেক কীর্তি স্থাপন করে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু আমরা তাদের ছাড়তে পারিনি। তাদের সৎকর্ম ও মানবতার দ্বারা আমাদের হৃদয়ের স্থান করে নিয়েছেন। পরিশেষে বলা যায়, জ্ঞানী গুণী থেকে শুরু করে আমাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ও কাছের মানুষদের মায়াকে আমরা সহজে ভুলতে পারি না। স্বয়ং বিধাতাই মায়ার জাল বিছিয়ে রেখেছেন সমগ্র জগত সংসার জুড়ে। মায়া ও ভালোবাসা ছাড়া পৃথিবী চলতে পারে না। অ্যান্থনি স্টোর বলেছেন, ‘সম্পর্ক এক মানুষের কাছে বিশ্বাসের বস্তু হলেও তা অপরের কাছে কেবলই মায়া ’।