তুমি আসবে বলে

তাহেরা বেগম | শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

তুমি কি আসবে আমার জীবনে

দুরন্ত মেঘের মত আমার ক্লান্ত দিনে,

জ্যোৎস্নার শিশিরে মিশে

জীবনের আশ্বাসে যত।

কত অতৃপ্ত রাত আমি কাটিয়েছি

সূক্ষ্ম দীর্ঘ শ্বাসে।

চাঁদের আলোর জ্বালা করা চোখ নিয়ে

আমি আজো থাকি অপেক্ষায়,

দিগন্ত ছোঁয়া রেলের

বাঁশির সুরে হই বিষণ্ন।

তুমি আসবে বলে আমি

প্রতিক্ষার ডালি সাজিয়ে বেঁচে আছি।

কত সোনালি সকাল, নির্জন দুপুর

আর নরম রোদের বিকেল

আমি কাটিয়েছি একাকি।

অঝোর বৃষ্টির রিমঝিম শব্দ

হৃদয়ে জাগায় বেদনার স্মৃতি।

আর চেতনার গহীন অন্ধকারে

মনের আঙগিনায় জাগায়

ভালোবাসার অনুভূতি।

তুমি আসলে চোখে চোখ রেখে

হয়ে যেতো কত কথা,

সময়ের দলিলে তৈরি হতো

নীরব ব্যাকুলতা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজের মেডিকেল সেন্টারের সংস্কার চাই
পরবর্তী নিবন্ধবইমেলা প্রাণের স্পন্দন