‘তুমি আমার শক্তি’

| বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

বেশ কয়েক বছর ধরেই নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেমের গুঞ্জন রয়েছে। গত ১৯ এপ্রিল এই অভিনেত্রীর জন্মদিন। এদিন ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই সামাজিকমাধ্যমে মেহজাবীনকে শুভেচ্ছা জানান আদনান আল রাজীব। এতেই এই নির্মাতা-অভিনেত্রীর প্রেমের গুঞ্জন যেন আরও একবার উস্কানি পেল। খবর বাংলানিউজের।

নিজের ফেসবুক পেজে মেহজাবীনের সঙ্গে একটি ছবি প্রকাশ করে এর ক্যাপশনে রাজীব লেখেন, চমৎকার হৃদয়ের মানুষটির জন্মদিনের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরেই তুমি আমার শক্তি হিসেবে পাশে থেকেছো। তুমি আমার জ্বলজ্বলে তারা। ক্যাপশনের সঙ্গে ভালোবাসার দুটি ইমোজিও জুড়ে দেন এই নির্মাতা। বেশ কয়েক বছর ধরেই শোবিজে আলোচনা রয়েছে, রাজীবের সঙ্গে প্রেম করছেন মেহজাবীন। কেউ আবার তাদের বিয়ের খবরও বলে বেড়ান। তবে সবই খবর গুঞ্জনেই সীমাবদ্ধ। কখনোই নিজেদের প্রেম বা সম্পর্ক নিয়ে মুখ খুলেননি মেহজাবীন ও রাজীব কেউ। বরং নিজের ভালো বন্ধু বলেই দাবি করেছেন তারা।

এদিকে জানা যায়, গত কয়েক বছরের মতো এবারের জন্মদিনটাকে ছুটির দিন হিসেবে কাটাবেন মেহজাবীন। বিশেষ দিনটিতে সময় দেবেন পরিবার ও বন্ধুদের।

পূর্ববর্তী নিবন্ধমান্নাকে হারানোর শূন্যতা নিয়ে স্ত্রীর গান
পরবর্তী নিবন্ধমোটা অংকের পারিশ্রমিকের বিজ্ঞাপন ফেরালেন আল্লু অর্জুন