তুমি আমায় ভালোবাসো

শওকত আলী সুজন | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৩৯ পূর্বাহ্ণ

তুমি আমায় ভালোবাসো

বাসবো আমি অনুরূপ,

ভালোবাসা স্বর্গীয় তাই

ভয় পেয়ো না কোনরূপ।

 

তোমায় নিয়ে পার্কে যাবো

হাটঁবো কাঁধে হাত দিয়ে,

মনে মনে মিল যদি হয়

কী হবে আর জাত দিয়ে।

 

তোমায় নিয়ে রেস্টুরেন্টে

খানা খাবো বুফেতে,

এসো এবার ডুব দিতে যাই

ভালোবাসার কূপেতে।

পূর্ববর্তী নিবন্ধবায়ু দূষণ থেকে মুক্তি চাই
পরবর্তী নিবন্ধ১৪ ফেব্রুয়ারি