তুমি আমায় ভালোবাসো
বাসবো আমি অনুরূপ,
ভালোবাসা স্বর্গীয় তাই
ভয় পেয়ো না কোনরূপ।
তোমায় নিয়ে পার্কে যাবো
হাটঁবো কাঁধে হাত দিয়ে,
মনে মনে মিল যদি হয়
কী হবে আর জাত দিয়ে।
তোমায় নিয়ে রেস্টুরেন্টে
খানা খাবো বুফেতে,
এসো এবার ডুব দিতে যাই
ভালোবাসার কূপেতে।