সব জল্পনা-কল্পনা আর জলঘোলা করার পর অবশেষে গাজীপুরে শুরু হয়েছে গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছ তুমি নেই’ ছবির শুটিং। ছবিতে প্রার্থনা ফারদীন দীঘির নায়ক হিসেবে শুটিংয়ে অংশ নেন চিত্রনায়ক আসিফ ইমরোজ। দীঘি বলেন, ‘তুমি আছ তুমি নেই’ ভিন্ন একটি গল্পের ছবি। এ ধরনের গল্পে আগে কাজ করা হয়নি। চরিত্রে নতুনত্ব আছে। গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে ছবির কাজ রবিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন আসিফ ভাই অংশ নিলেও আমি আজ থেকে অংশ নিয়েছি। একটানা ১৫ দিন শুটিং করে ক্যামেরা ক্লোজ করা হবে। আশা করি নতুন ছবিতে আমাদের জুটি সবার ভালো লাগবে। প্রথমে ছবিটিতে চুক্তিবদ্ধ হন বাপ্পী চৌধুরী। কিন্তু লুক জটিলতার কারণে সরে দাঁড়িয়েছেন বলে জানান ‘ভালোবাসার রঙ’- এর এ নায়ক। এরপর সাইমনের কথা শোনা গেলেও শেষ মুহূর্তে ‘পোড়ামন’খ্যাত এ নায়ক না করেছেন বলে জানান ঝন্টু।