মঞ্চ, টিভি নাটক কিংবা সিনেমা, সবখানেই দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। গুণী এ অভিনেতার জন্মদিন ছিল গতকাল বুধবার। খবর বাংলানিউজের।
এদিন ৬০ বছরে পা রাখলেন তিনি। জানা গেছে, পারিবারিকভাবেই দিনটি উদযাপন করবেন এই অভিনেতা। শহীদুজ্জামান সেলিম ১৯৯৩ সালে অভিনেত্রী রোজী সিদ্দিকীকে বিয়ে করেন। সেই থেকে এখন অবধি একই ছাদের নিচে প্রেম-ভালোবাসায় ভরে উঠেছে তাদের সংসার। তমা ও শ্রীমা নামের দুই কন্যা আলোকিত করে রেখেছে তাদের ঘর।
স্বামীর জন্মদিনে রোজি সিদ্দিকী সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। সেখানে তিনি স্বামী শহীদুজ্জামান সেলিমের বিষয়ে লেখেন, শুভ জন্মতিথি। জন্মে সমৃদ্ধ বাংলার থিয়েটার, চলচিত্র, টেলিভিশন ও বাংলা সংস্কৃতির সকল মাধ্যম। তুমি আছো বলে আমি ও আমার পরিবারের সকলে গর্বিত।
তিনি আরও লেখেন, আজ বলছি…তোমার মতো পরিশ্রমী, সৎ, নিষ্ঠাবান, বিপদে-আপদে, আনন্দে পাশে দাঁড়ানোর মতো মানুষ বিরল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন শহীদুজ্জামান সেলিম। ছাত্র থাকাকালীন সময়ে তিনি মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হন। ১৯৮৩ সালে তিনি নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এ যোগ দেন। এখন পর্যন্ত এই দলের সঙ্গেই যুক্ত আছেন তিনি।