তুমিত্ব

অনামিকা দত্ত | মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

হে কিশোর তুমি,
ভাবাবেগে উদ্বেলিত প্রাণ
অস্থিরতায় মাতাও নিজেকে
নব উদ্ভাবনে করো জয়গান।
তুমি দুরন্ত, তুমি অশান্ত
সৃষ্টি হামেশা ডাকে তোমাকে;
তুমি উত্তাল বেগে ছুটে চলো
উদ্ভাবনের চিন্তাই সাজাও নিজেকে।
সৎ সঙ্গ, মুক্ত চিন্তা আর
নীতি চর্চাকে করো হাতিয়ার,
সুস্থ মনোবল ও চিন্তা চেতনাকে
লক্ষ্য করে তোলো একবার।
তুমি দানিবে আগামীর সুদিন
লক্ষ্যকে করে জয়,
জাতিকে দেখাবে আলোর পথ
ভয় হবে চির ক্ষয়।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক বাংলাদেশ কুৎসিত শকুনের আঁচড়
পরবর্তী নিবন্ধভালো মানুষ গড়ার প্রত্যয়ে পিতা-মাতার ভূমিকা