তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ৭:৩৬ অপরাহ্ণ

তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির এক সপ্তাহের ব্যবধানে আজ সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকা বাইশফাঁড়ি বিওপি, তুমব্রু ও ঘুমধুম পরিদর্শন করেন তিনি।

তুমব্রু সীমান্তের ওপারে এক বছর আগে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় তিন মাসের মতো স্থির ছিলো এই সংঘর্ষ। এতে চরম উত্তপ্ত ছিলো সীমান্ত এলাকা।

প্রায় এক বছর শান্ত থাকার পর গত ১৩ নভেম্বর ফের গোলাগুলি হয় তুমব্রু সীমান্তে। গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ায় দ্রুত সরিয়ে নেওয়া হয়েছিল সীমান্তের ২০ পরিবারকে। এর ফলে আবারও নতুন করে আতঙ্ক তৈরী হয়েছে সীমান্ত এলাকার মানুষের মধ্যে।

মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে বিজিবি মহাপরিচালকের সীমান্ত এলাকা পরিদর্শনের ফলে সেখানকার সাধারণ মানুষ ও বিজিবি সদস্যদের মধ্যে মনোবল ফিরে এসেছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা চান সাধারণ মানুষ।

পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বপালনের পাশাপাশি যেকোন অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। এছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২০০ ফিট ওপরে ঝুলছিল বিদ্যুৎ বিভাগের দুই শ্রমিক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে ধাওয়া দিয়ে শিবিরের ৪ নেতাকর্মী ধরল পুলিশ