তুমব্রুতে ১০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পয়েন্ট থেকে মালিকবিহীন ১০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি।

গতকাল সোমবার ভোর রাত ৪ টার সময় ঘুমধুমের কচুবুনিয়া নামক এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করে ৩৪ বিজিবি অধীনস্থ তুমব্রু বিওপির জোয়ানরা। যে গুলো মিয়ানমার থেকে ৩৪ নম্বর সীমান্ত পিলার হয়ে বাংলাদেশে পাচার হচ্ছিলো। খবর পেয়ে বিজিবি টহল দলটি অভিযানে নামে ইয়াবার এ চালান ধরতে। অভিযান টের পেয়ে পাচারকারীদল ইয়াবাগুলো ফেলে সটকে পড়ে পার্শ্ববতী জঙ্গলের দিকে। ফলে আসামী আটক করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধহাফেজিয়া ও ফোরকানিয়া মাদরাসায় মনজুর আলমের ঈদবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতির সাথে এম এ মোতালেবের সাক্ষাৎ