‘তুফানের’ প্রচারে তুফানের কবলে মিমি

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৯:০২ পূর্বাহ্ণ

ঢাকায় ঈদের সিনেমা ‘তুফান’ এর প্রচার শেষে কলকাতায় ফেরার পথে ঝড়ের দেখা পেলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। হিন্দুস্তানটাইমস বাংলা লিখেছে, বৃহস্পতিবার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে গাড়ি থেকে নামছেন মিমি। তখন আকাশ ঢেকে গেছে ধূসরকালো মেঘে। বাতাসের দাপটে মিমির মাথার ক্যাপ উড়েই যাচ্ছিল। শেষে ক্যাপ হাতে নিয়ে কোনোরকমে নিজেকে সামলে একছুটে সিড়ি বেয়ে উঠে বিমানে উঠে পড়েন মিমি। আর বলেন, ‘থ্যাংক ইউ বাংলাদেশ’। খবর বিডিনিউজের। ঈদে মুক্তি পাচ্ছে ‘তুফান’, সিনেমার নায়ক ঢাকার শাকিব খান। সিনেমায় শাকিব খানের লুক, প্রীতম হাসানের গান, চঞ্চল চৌধুরীর উপস্থিতি, সব মিলিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে। আলফাআই স্টুডিওজের প্রযোজনায় নির্মিত ছবিটির ডিজিটাল পার্টনার চরকি ও আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটর এসভিএফ। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার সিনেমাটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রযোজক, নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

পূর্ববর্তী নিবন্ধনব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রা মারা গেছেন
পরবর্তী নিবন্ধঅভিবাসন আইন না মানায় হাঙ্গেরিকে জরিমানা ইইউ’র