নগরীর খুলশী থানাধীন সেগুন বাগান ক্যান্টিন গেট এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সুজন নামে এক তরুণ নিহত ও অপর একজন আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। নিহত সুজন হচ্ছেন ঝাউতলা বাজারের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল স্বপনের বড় ভাই মরহুম রিপন সওদাগরের ছেলে। খুলশী থানার ওসি রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, এটা কিশোর গ্যাংয়ের হামলা এবং হামলাকারীরা ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলরের অনুসারী। তবে ওসি জানিয়েছেন, এ ধরনের কোনো তথ্য পুলিশের কাছে নেই।
ওসি বলেন, যতদূর জেনেছি সুজন ও তার এক বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি ইজিবাইক পাশ দিয়ে যাওয়ার সময় তার গায়ে ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। ইজিবাইকে ৪/৫ জন তরুণ বসা ছিল। তারা ইজিবাইক চালকের পক্ষ নিয়ে সুজন ও তার বন্ধুর সাথে তর্কে জড়ায়। একপর্যায়ে উভয়পক্ষ ফোন করে আরও কিছু বন্ধুকে ডেকে আনে। তখন তাদের মধ্যে হাতাহাতি হয়। এরই ফাঁকে সুজনকে ছুরিকাঘাত করা হয়।
ওসি আরও বলেন, সুজনের পিতা মাংস বিক্রেতা ছিলেন। কিছুদিন আগে মারা গেছেন। এরপর পরিবার তাদের গ্রামের বাড়ি চাঁদপুর চলে যায়। সুজন মোস্তফা হাকিম কলেজ থেকে এবার এইসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তাই তিনি চট্টগ্রামে রয়ে যান। তার মা চাঁদপুর থেকে এলে মামলা হবে। লাশ আপাতত চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আশা করছি রাতের মধ্যে ধরা পড়ে যাবে।