তুচ্ছ ঘটনায় দোহাজারী রণক্ষেত্র

দুইপক্ষের সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ১৩ কক্সবাজার রুটে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৪:২৪ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌর সদরে তুচ্ছ ঘটনার জের ধরে দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, গোলাগুলিতে পুরো দোহাজারী পৌর সদরে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় দোহাজারী সদর এলাকা। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে পুলিশকেও কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করতে হয়। সংঘর্ষের সময় ৫ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। গত শনিবার রাত পৌনে দশটা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত প্রায় ১২টা পর্যন্ত। সংঘর্ষ শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে দোহাজারী পুলিশ ফাঁড়ির সদস্যরা এগিয়ে আসলেও দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনার মধ্যে টিকতে পারেনি। পরে চন্দনাইশ থানার ওসিসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসলে রাত ১২ টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এদিকে সংঘর্ষের সময় দোহাজারীর বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা শত শত নারীপুরুষ ক্রেতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় ক্রেতা ও সাধারণ জনগণ দিকবিদিক ছুটোছুটি শুরু করে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেন। ঘটনার পর থেকে বন্ধ হয়ে পড়ে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের যানবাহন চলাচল। এসময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যানবাহনে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় দূরদুরান্তের যাত্রীদের। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হওয়ার ঘটনা ঘটে। আহতরা হলেন, পুলিশ কনস্টেবল যথাক্রমে বিমল জ্যোতি চাকমা (২৮), মো. আনোয়ার হোসেন (৫৫), মো. মাহফুজুল আলম (৩০), মো. সাইফুল ইসলাম (২৯), আরিফ হোসেন (৩১)। এছাড়াও দুই পক্ষের মধ্যে আহত হলেনদোহাজারী সদর এলাকার আকবর খান (৫৫), সাবিত খাঁন (১৬), মো. আরিফ (২৬), রোহিত (১৪), গিয়াস উদ্দিন জিকু (৩০), ইফতাব উদ্দিন তানিম (২৪), রফিকুল ইসলাম (২৪), মো. ইসমাইল (২৮)। আহতরা দোহাজারী ও সাতকানিয়া হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছ। এছাড়াও ঘটনার সময় আরো ৫/৬ জন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, চুল কাটার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দোহাজারী সদর এলাকার দুইটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি এ ঘটনায় এক পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে জীবন গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধস্বর্ণ গুঁড়ো করে এনেও রক্ষা হলো না