আনোয়ারায় তুচ্ছ ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা মো. হোসেন (৭০) নামে এক বৃদ্ধ একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যায় চাতরী গ্রামের মুন্সিপাড়া এলাকায় গোয়াল ঘরের একটি টিন খোলা নিয়ে দুই পক্ষে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গিয়াস উদ্দীন প্রতিবেশী মো. হোসেনকে কুপিয়ে জখম করে। তাকে মুমুর্ষু অবস্থায় প্রথমে আনোয়ারা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত তিনটার পর তিনি মারা যান।
নিহত মো. হোসেন উপজেলার উত্তর চাতরী গ্রামের মুন্সি পাড়া এলাকার মৃত আবিদ আলীর ছেলে, পেশায় রিকশা চালক ছিলেন। তার দুই মেয়ে রয়েছে। অভিযুক্ত গিয়াস উদ্দীন (২৩) একই এলাকার রৌশন আরা বেগমের ছেলে। তার বাবার নাম আবুল কাশেম, তারা নোয়াখালী হাতিয়ার বাসিন্দা। গিয়াস মাদক কারবারী বলে জানা গেছে।
নিহতের বড় মেয়ে সাজিয়া বেগম বলেন, গোয়াল ঘরের একটি টিন খোলাকে কেন্দ্র করে ঝগড়া বাধায় গিয়াস উদ্দিনের পরিবার। এক পর্যায়ে গিয়াস উদ্দীন ধারালো কিরিচ নিয়ে এসে আমার বাবাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। আমার ছেলে রায়হান (১৬) আমার বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় আমরা তাদের আনোয়ারা মেডিকেলে নিয়ে যাই। সেখান থেকে ডাক্তার আমাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেন। আমার বাবা সেখানে শনিবার রাত তিনটা ২০ মিনিটে মারা যান।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, এ ঘটনায় আহত বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিবারের সদস্যদের অভিযোগ দিতে বলেছি। অভিযুক্ত গিয়াসকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।