ফেনীর সোনাগাজী থেকে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সপরিবারে তীর্থযাত্রা করতে এসেছিলেন পরেশ চন্দ্র মজুমদার (৪০)। তীর্থ দর্শনের পর এসেছিলেন বাড়বকুণ্ডের বাড়বানল ও অগ্নিকুণ্ড মন্দিরে। তীর্থের কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। গতকাল রোববার বিকালে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পরেশ সোনাগাজী
থানার চরসাহা ভিকারী এলাকার মৃত তরণী মজুমদারের পুত্র।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ বলেন, বিকালে বাড়বকুণ্ডের তীর্থধাম দর্শন শেষে সপরিবারে বাড়ি ফিরছিলেন পরেশ। বাড়বকুণ্ড বাজারে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী চয়েস পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।