সারাদেশে প্রবাহিত হচ্ছে তীব্র তাপদাহ। সকাল ১১ টা থেকে বিকেল পর্ষন্ত তাপদাহের মাত্রা বাড়তে থাকে। অথচ এই সময়টুকুই হচ্ছে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়। চট্টগ্রামের অধিকাংশ সরকারি – বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে নেই বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। তাছাড়া গরমের তীব্রতা বাড়লে বিদ্যুতের আসা–যাওয়ার তীব্রতাও বেড়ে যায়। ফলে তীব্র্র গরমে শিশু শিক্ষার্থীদের ক্লাসরুমে অজ্ঞানসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছে। গরমে তৃষ্ণার্ত শিশু শিক্ষার্থীরা রাস্তার হকারদের কাছ থেকে শরবত জাতীয় ঠাণ্ডা পানি পান করে সর্দি জ্বর, কাঁশি, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। তীব্র গরমে কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগীও হতে পারছে না।
এমতাবস্থায়, চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয়, শিক্ষা বোর্ডের দায়িত্বশীল উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহবান জানাচ্ছি – দেশে প্রবাহিত তীব্রতাপদাহ চলাকালীন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্ধ ঘোষণা করে শিশু শিক্ষার্থীদের ভোগান্তি যেন দূরীভূত করা হয়।
আবদুর রহিম
কমার্স কলেজ রোড়, মতিয়ারপোল।