তিয়েনআনমেন স্কয়ারের কুচকাওয়াজে বিশ্ব ব্যবস্থা নিয়ে চীনা অভিলাষ দেখাতে চান শি

| বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:০৪ পূর্বাহ্ণ

ভূরাজনৈতিক চরম অনিশ্চয়তার এই সময়ে যুক্তরাষ্ট্রপরবর্তী বিশ্ব ব্যবস্থার অভিভাবক হিসেবে বেইজিংকে দেখতে চাওয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি সপ্তাহে তার দেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ আয়োজন করতে যাচ্ছেন। খবর বিডিনিউজের।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ৮০ বছর উদ্‌যাপনে বুধবার তার বিজয় দিবসের আয়োজনে অংশ নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে বিচ্ছিন্নপ্রায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনসহ ২০ জনের বেশি বিশ্বনেতা বেইজিংয়ে জড়ো হচ্ছেন। সুশৃঙ্খল ও সমন্বিত এ প্রদর্শনীর লক্ষ্যই হচ্ছে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকা নিয়ে সন্দেহের মধ্যে চীনের সামরিক শক্তি ও কূটনৈতিক দক্ষতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা, লিখেছে বার্তা সংস্থা রয়টার্স। এটা এমন এক সময়ে হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা সমানে কমাচ্ছেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন এবং শত্রুমিত্র সবার ওপর শুল্কযুদ্ধের বোঝা চাপিয়ে দিয়েছেন। পুতিন ও কিমসহ বিশ্বনেতাদের পাশে নিয়ে কুচকাওয়াজে শির নজিরবিহীন এ উপস্থিতির মধ্যেই চীন তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ড্রোনের মতো সর্বাধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তি দেখাবে, তুলে ধরবে পশ্চিমাদের চ্যালেঞ্জ জানানো নতুন বিন্যাসের অক্ষের শক্তি। অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার ভোরেই নিজের বিশেষ ট্রেনে চেপে চীনে ঢুকেছেন কিম। এটা হতে যাচ্ছে উত্তর কোরিয়ার এ শীর্ষ নেতার প্রথম কোনো অনুষ্ঠান, যেখানে ডজনের বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত থাকছেন। ৬৬ বছরের মধ্যে চীনের কোনো সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়া প্রথম উত্তর কোরীয় নেতাও হতে যাচ্ছেন তিনি। ভ্লাদিমির পুতিন, (ইরানের) মাসুদ পেজেশকিয়ান ও কিম জং উনের উপস্থিতি বিশ্বের শীর্ষ কর্তৃত্ববাদী শক্তি হিসেবে চীনের ভূমিকাকে ফুটিয়ে তোলে, বলেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সেন্টার ফর চায়না অ্যানালিসিসের চীনা রাজনীতি বিশেষজ্ঞ নিল থমাস।

পূর্ববর্তী নিবন্ধট্রেনে সীমান্ত পেরিয়ে চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
পরবর্তী নিবন্ধছেমন আরা বেগম