তিয়েনআনমেন গণহত্যার ২ ভাস্কর্য সরিয়ে ফেলা হলো

| শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:২৬ পূর্বাহ্ণ

হংকংয়ে তিয়েনআনমেন স্কয়ারের গণহত্যার স্মৃতিস্তম্ব সরিয়ে ফেলেছে আরও দুটি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে হংকং চাইনিজ বিশ্ববিদ্যালয় ‘গডেস অব ডেমোক্রেসি’ শীর্ষক ভাস্কর্যটি এবং লিংনান বিশ্ববিদ্যালয় অপর একটি ভাস্কর্য সরিয়ে নিয়েছে। খবর বাংলানিউজের। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এরআগে বৃহস্পতিবার হংকং বিশ্ববিদ্যালয় ‘পিলার অব শেম’ সরিয়ে নেয়। এমন এক সময় ভাস্কর্যগুলো সরানো হচ্ছে যখন হংকংয়ে রাজনৈতিক ভিন্ন মতালম্বীদের ওপর বেইজিং ক্রমেই দমন-পীড়ন বাড়িয়েছে। এদিকে হংকং চাইনিজ বিশ্ববিদ্যালয় ভাস্কর্য অপসারণের বিষয় নিশ্চিত করেনি। তারা একটি ‘অননুমোদিত ভাস্কর্য’ সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় কখনই ক্যাম্পাসে ভাস্কর্য প্রদর্শনের অনুমোদন দেয়নি বলেও জানায় কর্তৃপক্ষ। তবে আইনগত ও নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভাস্কর্য সরিয়ে ফেলার কথা জানিয়েছে লিংনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্থানীয় সময় শুক্রবার সকালে ভাস্কর্যটির চারপাশ ঘিরে ফেলেন।

পূর্ববর্তী নিবন্ধসংযুক্ত যমজ দুই ভাই পেলেন সরকারি চাকরি বেতনও ২ জনের
পরবর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ায় সাবেক রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমা