তিস্তা চুক্তি ১০ বছর আগেই হয়েছে বাস্তবায়ন হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

‘সারা দুনিয়ার রোহিঙ্গাদের পুনর্বাসনের কন্ট্রাক্ট নেইনি’

| রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ভারতের সঙ্গে তিস্তা চুক্তি না হওয়ার খবর এতদিন জানা থাকলেও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এখন বলছেন, তা সই হয়ে গেছে ১০ বছর আগেই, তবে বাস্তবায়ন হয়নি। এদিকে সারা দুনিয়ায় অসুবিধায় পড়া রোহিঙ্গাদের পুনর্বাসনে কন্ট্রাক্ট নেইনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। খবর বিডি/বাংলানিউজের।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তাতো অলরেডি ১০ বছর আগে চুক্তি হয়ে গেছে। বাস্তবায়ন হয় নাই। ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে দুই দেশের পানি সম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে দুইপক্ষ একমত হয়েছিল। মনমোহন সিংয়ের সফরেই বহু প্রতীক্ষিত তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়। নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ভারতের ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি নিয়ে আশার কথা শোনা গেলেও মমতার মত বদলায়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী এখন বলছেন, তিস্তা চুক্তি ১০ বছর আগে পাতায় পাতায় সই হয়েছে। ডকুমেন্টও উভয়পক্ষ…
ভারত সরকার আমাদের বলেছে, আগে যে চুক্তি হয়েছে সেটা স্ট্যান্ডবাই। তারা এটা গ্রহণ করে এবং তার থেকে কোনো ব্যত্যয় হয় নাই। কি কারণে যে বাস্তবায়ন হয় নাই, আমরাতো সেটা জানি।
রোহিঙ্গাদের পুনর্বাসনের কন্ট্রাক্ট নেইনি: এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দামান সাগরে ভাসা রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমা থেকে অনেক দূরে ছিল। তাদের নৌকা মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত থেকে অনেক কাছে। তাহলে এই দায় আমরা কেন নেবো। সারা দুনিয়ায় অসুবিধায় পড়া রোহিঙ্গাদের পুনর্বাসনের কন্ট্রাক্ট নেইনি। তিনি আরো বলেন, যখনই সাগরে ভাসা রোহিঙ্গাদের পাওয়া যায় তখনই তাদের কাছে ইউএনএইচসিআর-এর কার্ড পাওয়া যায়। তাদের কার্ড নিয়ে কেন রোহিঙ্গারা চলে যায়, সেটা আপনারা ইউএনএইচসিরআরকে জিজ্ঞাসা করেন।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক মানে রূপান্তর হবে চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্ক
পরবর্তী নিবন্ধশেষ হলো জাতীয় পিঠা উৎসব