তিশার একক চিত্র প্রদর্শনী ‘সেলফ রিফ্লেকশন’

আজাদী ডেস্ক | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

শিল্পী ফাহমিনা ইসরাত আহমেদ তিশার ‘সেলফ রিফ্লেকশন’ শীর্ষক তিনদিনব্যাপী একক চিত্র প্রদর্শনী নগরীর খুলশীর চিত্রভাষা গ্যালারিতে গতকাল শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন চিত্রশিল্পী নাজলী লায়লা মনসুর। তিনি বলেন, দৃশ্যকলায় ইমেজের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইমেজগুলো ধরে ধরে দেখতে পাওয়া দারুণ বিষয়। তিশা প্রচণ্ড ইচ্ছা ও জীবনসংগ্রাম তুলে আনছে তার শিল্পকলা মাধ্যমে।

এতে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রসঙ্গীতশিল্পী শীলা মোমেন। উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অনুবাদক আলম খোরশেদ। শীলা মোমেন বলেন, তিশা এতদিন প্রবাসে থেকেও পথ হারায়নি, ছবি এঁকে গেছে। গভীর এবং স্নিগ্ধ মন আছে তার। আবুল মোমেন বলেন, যেকোনো আঁকাতেই তার ভেতরে যাওয়া, ভিজুয়ালি তার থেকে কিছু বের করে আনা অবশ্যই কঠিন কাজ। আলম খোরশেদ বলেন, কিছু কাজ রীতিমতো বৈপ্লবিক। প্রদর্শনীতে শিল্পীর ব্যক্তিগত জীবনের আবেগ, ভালোবাসা, একাকিত্বসহ নানা অনুভূতির সমন্বয়ে ১৫টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পীর প্রবাস জীবন এবং দেশে ফেলে আসা স্মৃতি নিয়ে চিত্রকর্মগুলো প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। শেষ দিনে থাকবে শিল্পীর সঙ্গে দর্শকদের বিশেষ ‘আর্টিস্ট টক’।

পূর্ববর্তী নিবন্ধউন্নত সমাজ গড়তে শ্রমিকদের এগিয়ে আসতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধনাসিরাবাদে মসজিদে আফছারুল আমীন এমপির অনুদানের চেক প্রদান