হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার খবরে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা যখন আলোচনার কেন্দ্রে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ফেসবুকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর বাংলানিউজের।
জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনোরকম ট্রল বা মিথ্যাচার সহ্য করবেন না। এছাড়া বন্ধুবান্ধবদের সঙ্গে তাকে নোংরাভাবে না জড়াতেও অনুরোধ করেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুনেরাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। তবে এজন্য তাকে নিয়ে কোনো মিথ্যা ট্রল সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সুনেরাহ লিখেছেন, কেউ আলোচনা বা সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে নিয়ে ট্রল করতে থাকলে আমি সেটা সহ্য করব না।