নগরীর চট্টেশ্বরী রোডস্থ চৌধুরী এ হাইটসের চার তলা বিশিষ্ট নতুন তিলোত্তমা বাংলা গ্রুপ এক্সপেরিয়েন্স সেন্টার গত ২ এপ্রিল উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক মো. ওয়াহিদ মালেক, আইএবি চট্টগ্রাম চাপ্টারের ডেপুটি চেয়ারম্যান স্থপতি ফারুক আহমেদ, সেক্রেটারি স্থপতি ফজলে ইমরান চৌধুরী, প্যানেল মেয়র ও কাউন্সিলর গিয়াস উদ্দিন, তিলোত্তমা বাংলা গ্রুপের চেয়ারম্যান জোয়ার্দার নওশের আলী, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার সাজ্জাদ, মো. মঞ্জুরুল হক, সেলস লিডার লিক্সিল (বাংলাদেশ ও পাকিস্তান), ইমতিয়াজ আলেন্দি, হেড অফ মার্কেটিং মান্নান, রীয়াদ হাসান, শওকত ইমরান খান, হেড অফ মাই কিচেন হেলাল উদ্দিন চৌধুরীসহ তিলোত্তমা বাংলার কর্মকর্তাগণ। আলোচনা শেষে ওয়াহিদ মালেক ফিতা কেটে এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানো জানানো হয়, বিল্ডিং ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্রের নাম তিলোত্তমা বাংলা গ্রুপ। ১৯৮৩ সালে যাত্রা শুরু করে গত ৪ দশক ধরে সুনামের সাথে বাংলাদেশের সকল স্বনামধন্য স্থপতি, প্রকৌশলীসহ নির্মাণ শিল্পে জড়িত সকলের সাথে কাধে কাঁধ মিলিয়ে সর্বোত্তম পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। জাপানি সেনেটারি ব্রান্ড টোটো, জার্মান হার্ডও্যায়র ব্রান্ড হ্যাফলে এবং সেনেটারি ব্রান্ড গ্রোহা, ইয়ু.এস.এ. এর স্যানেটারি ব্রান্ড আমেরিকান স্ট্যান্ডার্ড, ইউরোপিয়ান ব্রান্ড টেকা, গ্রাস ও ক্যাসাবুমার এবং ওয়াটার হিটার ব্রান্ড টেসিসহ একশর বেশি আন্তর্জাতিক ব্রান্ডের পণ্য উপস্থাপন করছে তিলোত্তমা বাংলা গ্রুপ। এছাড়া ২০১৭ সালে মডিউলার কিচেনের মাধ্যমে একটি স্মার্ট কিচেন সলিউশন দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু হয় ‘মাই কিচেন’ এবং সর্বশেষ ২০২১ এই তালিকায় যুক্ত হয় বাংলাদেশের একমাত্র পরিবেশবান্ধব এএসি ব্লক ‘নেক্সট ব্লক’ এর। প্রেস বিজ্ঞপ্তি।