‘তির-ধনুকে বাজিমাত’ এর প্রকাশনা উৎসব

কাজী রাজীব উদ্দীন চপলের আত্মজীবনী

| সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১১:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘তিরধনুকে বাজিমাত’এর প্রকাশনা উৎসব গতকাল ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এই প্রকাশনা উৎসবে বিদেশি অতিথিদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। বর্ষীয়ান সাংবাদিক শামীম চৌধুরীর সম্পাদনায় বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। বইটি কাজী রাজীব উদ্দীন আহমেদের বর্ণাঢ্য জীবন এবং বাংলাদেশের আরচ্যারী খেলার উত্থান ও প্রসারে তাঁর অসামান্য অবদানের এক বিস্তারিত চিত্র তুলে ধরেছে। ‘তিরধনুকে বাজিমাত’ শুধুমাত্র তাঁর ব্যক্তিগত স্মৃতিচারণ নয়, এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে আরচ্যারীর ক্ষেত্রে একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সাংবাদিক, লেখক, আরচ্যারী ফেডারেশনের বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা এবং আরচ্যাররা উপস্থিত ছিলেন। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারীর মহাসচিব টম ডিলেন, ইরাক আরচ্যারী ফেডারেশনের প্রেসিডেন্ট আল মাশাহাদানী সাদ, শ্রীলংকার আরচ্যারী অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সুনেত্রা সেনভিরাথনে। এছাড়া অন্যপ্রকাশ এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলামও উপস্থিত ছিলেন। বক্তারা কাজী রাজীব উদ্দীন আহমেদের নিরলস পরিশ্রম, দূরদর্শিতা এবং আরচ্যারী খেলার প্রতি তাঁর গভীর ভালোবাসার ভূয়সী প্রশংসা করেন।

তিরধনুকে বাজিমাত’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরচ্যারী ফেডারেশনের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে একই গ্রুপে ভারত-পাকিস্তান
পরবর্তী নিবন্ধপেনাল্টিহীন গোলে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি