তির্যক নাট্যদলের অভিনয় বিষয়ক প্রশিক্ষণ কোর্স

| রবিবার , ১৯ মে, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

তির্যক নাট্যদল’ ও ‘থিয়েটার স্টুডিও’র যৌথ উদ্যোগে আগামী ১ থেকে ৮ জুন আট দিনব্যাপী ‘অভিনয় বিষয়ক স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়ার জন্যে আবেদনপত্র আহবান করা হচ্ছে। নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ আগামী ৩০ মে। উল্লেখ্য, তির্যক নাট্যদল ও থিয়েটার স্টুডিওর যৌথ উদ্যোগে বিভিন্ন সময়ে নতুন নাট্যকর্মীদের জন্যে তিন মাস ব্যাপী বা কখনও স্বল্পমেয়াদী অভিনয় ও ডিজাইনের উপর প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে।

বর্তমান কোর্সটি১৮ তম ব্যাচ। প্রশিক্ষণ কোসের্র প্রথম ক্লাস হবে ১ জুন এবং কোর্স শেষ হবে ৮ জুন। ক্লাসের সময় প্রতিদিন বিকেলে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৮১৮৪৬০২৯৯। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবন্তী সিঁথির ‘সুখের মুহূর্ত’
পরবর্তী নিবন্ধআজ শিল্পকলায় ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’