তির্যক নাট্যদল প্রযোজনা সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক ‘তরঙ্গভঙ্গ’ আগামী ২১ এবং ২২ অক্টোবর শুক্রবার ও শনিবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যে ৭টায় মঞ্চায়িত হবে। তির্যক নাট্যদলের ৪৫তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ‘তরঙ্গভঙ্গ’ নাটকের প্রথম মঞ্চায়ন হয়- ২০১৬ সালের ৩ জুন। ইতোমধ্যে এই নাটকের ৪৮টি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। এবছর কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ’র জন্মশতবর্ষ উপলক্ষে নবরূপে ‘তরঙ্গভঙ্গ’ মঞ্চায়িত হবে। ২২ অক্টোবর ‘তরঙ্গভঙ্গ’ নাটকের ৫০ তম মঞ্চায়ন পূর্ণ হবে। উল্লেখ্য, বিগত ৪৮ বছরে তির্যক নাট্যদল এ পর্যন্ত ৪৫ টি নাটকের ২,৭৩৩ টি প্রদর্শনী সম্পন্ন করেছে। এর মধ্যে ৮টি নাটকের শততম প্রদর্শনী এবং একটি নাটকের দ্বি-শত তম প্রদর্শনী সম্পন্ন করেছে। ‘তরঙ্গভঙ্গ’ নাটকের অগ্রিম টিকেট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাচ্ছে।
‘তরঙ্গভঙ্গ’ কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্ল্লাহ’র নাট্যকর্মের শ্রেষ্ঠ ফসল। নাটকের বাইরের ঘটনা আমাদের পরিচিত। আমেনা নামের অতি দরিদ্র এক মেয়ে ক্ষুধার জ্বালায় হত্যা করেছে তার আদরের শিশু সন্তানকে এবং কঠিন রোগে মরণাপন্ন ওষুধ বিহীন প্রিয়তম স্বামীকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে ধূতরা বিষ খাইয়ে হত্যা করে। বিচারালয়ের কাঠগড়ায় আমেনা অবিচলিত। কিন্তুু জজ সাহেব বিষণ্ন ও অন্তর্বাস্তবতায় ক্ষতবিক্ষত। আসলে তিনি এখানে আমাদের অসম সমাজ-ব্যবস্থার প্রকৃত স্বরূপটি ধরতে পেরেছেন। সমাজে যা কিছু সচরাচর ঘটে তার ক্রিয়া-প্রতিক্রিয়া একই ধারায়, একই তরঙ্গে আবর্তিত। তারপরও প্রশ্ন জাগে এবং অসংগতি দৃষ্ট হয়। তাই মানবিক ও নৈতিক বিষয়-বিবেচনায় এই প্রবহমান ধারার বিপরীতে নতুন দৃষ্টিভঙ্গির একটি মঞ্চভাষ্য ‘তরঙ্গভঙ্গ’। ‘তরঙ্গভঙ্গ’ নাটকে অভিনয়ে এবং নেপথ্যে রয়েছেন- রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহবুবুল ইসলাম রাজিব, মফিজুর রহমান, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, ফারজানা ইসলাম টিনা, সাইদুর রহমান চৌধুরী, অজয় ত্রিপুরা, সানজিদা আকতার রূপা, হৃদয় দেব, শহিদুল ইসলাম রিয়াদ, বিজয় শংকর বড়ুয়া ও আহমেদ ইকবাল হায়দার।