তির্যকের ‘ইডিপাস’

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

তির্যক নাট্যদলের নাটক প্রাচীন গ্রিক ট্ট্যাজেডি সফোক্লিসের ‘ইডিপাস‘ আগামীকাল শুক্রবার ও শনিবার প্রতিদিন সন্ধ্যে সাতটা ১৫ মিনেটে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে পরিবেশিত হবে। তির্যক নাট্যদলের ৩৮তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার পরিকল্পিত ও নির্দেশিত ‘ইডিপাস’ নাটকের প্রথম মঞ্চায়ন হয় ১৯৯৫ সালের ২৫ ডিসেম্বর চট্টগ্রাম মুসলিম হলে। এ পর্যন্ত ১৬৪টি প্রদর্শনী সম্পন্ন করেছে। ১৪ মাস পরে আবার ‘ইডিপাস’ মঞ্চে আসবে। নাটকের অগ্রিম টিকেট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাচ্ছে।

এই নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন মাহববুল ইসলাম রাজিব, অমিত চক্রবর্ত্তী, সুজিত চক্রবর্ত্তী, ফারজানা ইসলাম টিনা, সাইদুর রহমান চৌধুরী, রিপন বড়ুয়া, জুয়েল চাকমা, অজয় ত্রিপুরা, হৃদয় দেব, মিখাইল মোহাম্মদ রফিক ও আহমেদ ইকবাল হায়দার।

পূর্ববর্তী নিবন্ধভারতের চন্দ্রাভিযান ফেরাল ‘চাঁদ পার চাঁদায়া’র স্মৃতি
পরবর্তী নিবন্ধস্বদেশের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’