তিমির বড়ুয়া

| বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

হাটহাজারী প্রতিনিধি জানান, মির্জাপুর শান্তিধাম বিহারের ধার্মিক উপাসিক তিমির বড়ুয়া প্রকাশ শিমুল প্রকাশ টিংকু (৫০) গত সোমবার দিবাগত রাতে খাগড়াছড়ির বাসায় পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ বহু আত্মীয় স্বজন ও অনেক গুণাগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার তার জন্মস্থান মির্জাপুর গ্রামে অনিত্য সভা শেষে স্থানীয় শ্মশানে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রয়াতের অন্ত্যেক্রিয়া সম্পন্ন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘সমাজ উন্নয়নে নারীদের ভূমিকা অপরিসীম’
পরবর্তী নিবন্ধসৈয়দা জাহানারা বেগম