তিন হাজার লিটার চোরাই তেলসহ আটক ১

পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা সৈকত এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই তেলসহ তারেক (১৯) নামে এক চোরকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ২ হাজার ২৪০ লিটার চোরাই ডিজেল ও ১ হাজার ১২০ লিটার সয়াবিন জব্দ করা হয়। গতকাল সোমবার ভোরে বার্মিজ মার্কেট থেকে তাকে ডিজেল ও তেলসহ আটক করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা কাজী আল আমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নগরীর পতেঙ্গার সৈকত এলাকার বার্মিজ মার্কেট থেকে একটি ট্রাক শহরের মেইন রোডের দিকে আসছিল, এমন সময় ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু সংকেত অমান্য করে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন কোস্ট গার্ড সদস্যরা ট্রাকটি জব্দ করেন। এ সময় ২ হাজার ২৪০ লিটার চোরাই ডিজেল ও ১ হাজার ১২০ লিটার সয়াবিন তেলসহ তারেক নামে চোরকারবারিকে আটক করা হয়। তারেকের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় একাধিক চোরাচালানের মামলা রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত তেল চট্টগ্রাম কাস্টমসের কাছে এবং আটক তারেককে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুশিক্ষাই টেকসই উন্নয়নের হাতিয়ার
পরবর্তী নিবন্ধবারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত