তিন হাজার ফরম বেচে আওয়ামী লীগের আয় ছাড়াল ১৫ কোটি টাকা

| মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহীরা তিন দিনে ৩ হাজারের বেশি মনোনয়ন ফরম কিনলেন। এই ফরম বেচে ক্ষমতাসীন দলের আয় ছাড়িয়ে গেল ১৫ কোটি টাকা। আগের নির্বাচনের তুলনায় এবার ফরম কম বিক্রি হলেও দাম বাড়ায় আওয়ামী লীগের আয় বেড়েছে অনেকটাই। গতকাল সোমবার তৃতীয় দিন বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রি হয় ৭৩৩টি, যা গত তিন দিনের মধ্যে সর্বনিম্ন। খবর বিডিনিউজের।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, এসব ফরমের মধ্যে ৭০৯টি ফরম সশরীরে এবং ২৪টি ফরম সংগ্রহ করা হয় অনলাইনে। এবারই প্রথমবারের মতো অনলাইনে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার ব্যবস্থা রেখেছে আওয়ামী লীগ।

এদিন ঢাকা বিভাগের আসনগুলোর জন্য ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগে ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২ ও রাজশাহী বিভাগে ৫৯টি ফরম বিক্রি হয়। এ নিয়ে শনিবার থেকে ৩ হাজার ১৯টি ফরম বিক্রি করল আওয়ামী লীগ। এসব ফরম বেচে আওয়ামী লীগের আয় হলো ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

ফরম বিক্রির এই সংখ্যাটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এক হাজার কম। এবার ফরম বিক্রি কমলেও আওয়ামী লীগের আয় বেশি হওয়ার কারণ দাম। একাদশ সংসদ নির্বাচনে প্রতিটি ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। এবার তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। আজ বিকাল পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়ার এই কার্যক্রম চলবে।

পূর্ববর্তী নিবন্ধহরতাল-অবরোধ,ব্যাংকে সতর্কতার নির্দেশ
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে নারী দালাল আটক