তিন হাজার পিস ইয়াবাসহ চারজন আটক

নগরীতে পৃথক অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৬:০৭ পূর্বাহ্ণ

নগরীতে পৃথক অভিযানে প্রায় তিন হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার কোতোয়ালী ও বাকলিয়ায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
অধিদপ্তরের মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, অধিদপ্তরের ডবলমুরিং সার্কেলের সহকারী উপ পরিদর্শক গোপাল কৃষ্ণ দাশপুরের নেতৃত্বে বাকলিয়া নতুন ব্রিজ মোড়ে সৌদিয়া পরিবহনে আয়েশা বেগম (৩৮) নামে এক যাত্রীর কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আয়েশা টেকনাফ হ্নীলা ইউনিয়নে বাদশা মিয়ার স্ত্রী। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পৃথক অভিযানে পাহাড়তলী সার্কেলের সহকারী পরিদর্শক জাহিদুল ইসলাম আলকরণ এলাকা থেকে ১৩শ’ পিস ইয়বাসহ মাসুদুল আলম (৩৬), আয়াতুর রহমান (২০) ও মোবারক মিয়া (১৯) নামে ৩ জনকে আটক করেছেন। পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের কারণে আল্লামা শফীর জানাযা পড়তে পারিনি : নদভী
পরবর্তী নিবন্ধগার্মেন্টস সেক্টরে সহযোগিতা অব্যাহত থাকবে