নগরীর আইস ফ্যাক্টরি রোড ও পতেঙ্গা এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার হয়েছে। তারা হলো– এনায়েতুর রহমান নয়ন (২৫) ও মো. হাবিবুর রহমান হাবিব (৩৭)। গত মঙ্গলবার দুপুরে থানা পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয়। সদরঘাট থানার উপ–পরিদর্শক মো. কামরুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।