চট্টগ্রামে পৃথক তিন মামলায় ৯ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল, তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা জজ আদালত পৃথক এ তিনটি মামলার রায় ঘোষণা করেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দলীয় কোন্দলের জেরে আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। রাউজানের নোয়াজিশপুরের সুলাল চৌধুরী নামের এক ব্যক্তিকে হত্যা ও হত্যার পর লাশ গুমের চেষ্টা মামলায় চার জনের বিরুদ্ধে ফাঁসির রায় হয়।
অন্যদিকে নগরীর বাকলিয়ার বাস্তুহারা এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী জামাল উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।