তিন স্থানে বাস-ট্রাক চাপায় চার বাইক আরোহীর মৃত্যু

সাতকানিয়ায় সড়কের অপর পাশ থেকে বল আনতে গিয়ে দুই গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোরের

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

উখিয়ায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের ঈদগাঁওয়ে একইভাবে বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে প্রাণ হারান চকরিয়ার এক যুবক। খাগড়াছড়িতে ট্রাক চাপায় মারা যান আরেক হতভাগ্য মোটরসাইকেল আরোহী। অন্যদিকে সাতকানিয়ায় সড়কের পাশে খেলার এক পর্যায়ে ফুটবলটি অন্যপাশে চলে গেলে সেটি আনতে গিয়ে প্রথমে অটোরিকশার ধাক্কা ও পরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় এক কিশোর। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

উখিয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী স্টেশন এলাকায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পৌনে ১টার দিকে থাইংখালী স্টেশনের উত্তর পার্শ্বে এই ঘটনা ঘটে। নিহতদের একজন সাতক্ষীরার এলাকার মাহমুদ হাসান। তিনি একটি সিগারেট কোম্পানির সেলসম্যান ছিলেন। অপরজনের পরিচয় মেলেনি। উখিয়া হাইওয়ে পুলিশের শাহপরী থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি যাত্রবাহী বাস ও কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলকে একটি অটোরিকশা চাপা দেয়। এ সময় আরেকটি বাস এসে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হন। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

ঈদগাঁও : চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামপুর নাপিতখালী সাইনবোর্ড এলাকায় বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মো. আরমান (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী গর্জনতলীর লিয়াকত আলী মিস্ত্রির পুত্র। এই ঘটনায় এই ঘটনায় আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের বড়ভাই আবদুল্লাহ আল মুরাদ জানান, টিআর ট্রাভেলস এর একটি বাসের সাথে আরমানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় ছোট ভাই। এসময় তার সঙ্গে থাকা এক বন্ধুও গুরুতর আহত হয়।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আহোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় খাগড়াছড়িচট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল সংলগ্ন বাঁকে এই ঘটনা ঘটে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোভেল জানান, খাগড়াছড়িগামী ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী ফিরোজের মৃত্যু হয়। নিহত ফিরোজের বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। এসময় মোটরসাইকেলে থাকা আরেক মো. রাকিব গুরুতর আহত হয়। তার বাড়ি গোপালগঞ্জে। ঘটনার পর ট্রাক চালক ও সহযোগী পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটি জব্দ করেছে বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া : সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কা খেয়ে সড়কে পড়ে যাওয়ার পর বাসের চাকার নিচে পিষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেরানীহাট রূপান্তর সুপার স্টোরের সামনে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ইসনান আলম (১৪)। সে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার বাহাদুর আলমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ইসনানসহ কয়েকজন শিশুকিশোর মিলে কেরানীহাটবান্দরবান সড়কের পাশে ফুটবল খেলেছিল। খেলার এক পর্যায়ে তাদের ফুটবলটি সড়কের অপর পাশে চলে যায়। তখন ইসনান বলটি আনতে গিয়ে প্রথমে অটোরিকশার ধাক্কা খেয়ে সড়কের ওপর পড়ে যায়। সাথে সাথে দ্রুতগামী আরেকটি যাত্রীবাহী বাস চাপা দিলে তার মৃত্যু হয়।

নিহতের ভগ্নিপতি মো. সাইমন জানান, ইসনান এক মাস আগে আমার বাসায় বেড়াতে আসে। এরপর থেকে আমার দোকানে বসতো এবং গ্লাস ফিটিংস এর কাজ শিখতো। বিকেলে সমবয়সীদের সাথে মাঝেমধ্যে সড়কের পাশে ফুটবল খেলতো। আজ (গতকাল) ফুটবল খেলার এক পর্যায়ে বলটি সড়কের অপর পাশে চলে গেলে ইসনান বল আনতে যায়। তখন অটোরিকশার ধাক্কা খাওয়ার পর বাসের চাকার নিচে পিষ্ট হয়ে সে মারা যায়।

সাতকানিয়া থানার এসআই মো. রায়হান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে তার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিন্ময়ের জামিন নামঞ্জুর
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে আসছে ১ লক্ষ ৫ হাজার টন আতপ চাল