তিন সার্ভেয়ার কারাগারে

ক্ষতিপূরণের টাকা আত্মসাতের মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:২৫ পূর্বাহ্ণ

ভূমির ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় চট্টগ্রামের জেলা প্রশাসনের তিন সার্ভেয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) সার্ভেয়ার আমানাতুল মাওলা ও মজিবর রহমান এবং রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশীষ চৌধুরী। গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ জেবুন্নেছা এ আদেশ দেন। এর আগে উচ্চ আদালতের

 

নির্দেশনা অনুযায়ী তিন আসামি আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। দুদক পিপি মাহমুদুল হক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা জামিনের জন্য উচ্চ আদালতে গিয়েছিলেন। উচ্চ আদালত তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এরই

ধারাবাহিকতায় তিন সার্ভেয়ার আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করি। আদালত শুনানি শেষে তিন সার্ভেয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, নগরীর উত্তর পতেঙ্গা মৌজার ২৩ শতক ভূমির মালিকানার ভুয়া কাগজপত্র তৈরি করেন আসামিরা। উক্ত ২৩ শতক জায়গার ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা উত্তোলন করা হয়। বিষয়টি জানাজানি হলে বা দুদকের কাছে তথ্য গেলে ফেঁসে যায় তিন সার্ভেয়ার। তিনজনের বিরুদ্ধে দুদক বাদী হয়ে মামলা দায়ের করেন।

একপর্যায়ে আসামিরা আত্মসাৎ করা টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরতও দেন। আদালত সূত্রে আরো জানায়, এ মামলায় গত বছরের ৩১ জুলাই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত কর্মকর্তা। আদালত সেটি গ্রহণ না করে তখন তিন আসামির বিরুদ্ধে সরাসরি চার্জগঠন করে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামার মাথা ফাটাল বখাটেরা
পরবর্তী নিবন্ধউৎসবমুখর পরিবেশে শিশুদের খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল