তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে সোহান

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ১০:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি নুরুল হাসান সোহানের। উইকেটরক্ষক এই ব্যাটারকে মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে অন্তত তিন সপ্তাহ। সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান সোহান। ইনজুরির পর মাঠ ছাড়তে হয় স্ট্রেচারের সাহায্যে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে এক্সরে করানো হয়, পরে প্লাস্টার দেওয়া হয় তার পায়ে। রাতেই হোটেলে ফেরেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর ফজলুল করিম ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের স্বপ্নদ্রষ্টা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-বরিশাল ম্যাচে খেলা হয়েছে ১৫ ওভার