তিন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আল আমিন (২২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। আল আমিন ইপিজেড থানাধীন একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগীরা ওই মাদ্রাসার শিক্ষার্থী। ভুক্তভোগী এক শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে ৭ ও ৮ বছর বয়সী ওই তিন শিক্ষার্থীকে কয়েক দফায় নিপীড়ন করেন আল আমিন। এক শিক্ষার্থী বিষয়টি অভিভাবককে জানালে গতকাল ওই পরিবার থেকে থানায় মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে আসামি আল আমিনকে গ্রেপ্তার করে ইপিজেড থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন অপরাধের কথা স্বীকার করেছে জানিয়ে ইপিজেড থানার ওসি আব্দুল করিম আজাদীকে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।