যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোমবার নগরীর ৩৬ নং ওয়ার্ডের নিমতলার খাল পাড় এলাকায় তিন শতাধিক নির্মাণ শ্রমিকের মাঝে চাল,ডাল, পেয়াঁজ,সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা কালাম। এসময় উপস্থিত ছিলেন জাকের আহমেদ খোকন, নায়েবুল ইসলাম ফটিক, মো. ইকবাল, রিফাত আলম,নিজাম উদ্দিন,সৈয়দ জাহাঙ্গীর, নুর নবী পারভেজ,আতিকুর রহমান,দিদার, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, ফরহাদ আবদুল্লাহ, মাকসুদুল আলম জিকু, কিরন, মোশাররফ আলী শাবলু,শাহজাহান, সালাউদ্দীন,ইমরান জনি,ফারুক হোসেন সুমন, ছোটন,সানি,আলী নুর রুবেল, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, আবু নাসের জুয়েল, রোকন উদ্দিন, মঈনুদ্দিন মিয়াজি, মিন্টু, মইনুল হাসান,সাজ্জাদ, নবী,টুটুল, মাকসুদুর রহমান, আরাফাত, হোসেন মুরাদ মাহিন,সাদ্দাম, মাসুম, সোহেল, জনি, রুবেল, কৌশিক রায়,ইমন,রুহল আমিন, মোশাররফ, সুলতান ফাহিম, রবিন, স্বাধীন, অনিক,আল আমিন,শাকিল, আরিফ, ইকবাল, রাব্বি, বাদশা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












