তিন লাখ রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে বাংলাদেশকে অনুরোধ সৌদির

| সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

সৌদি আরবে থাকা তিন লাখ রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে সৌদি সরকার। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে ঢাকা সফররত দেশটির স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদ এ অনুরোধ জানান। খবর বিডিনিউজের।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে তারা আমাদের জানিয়েছেন তিন লাখ রোহিঙ্গা সৌদি আরবে বসবাস করেন। তারা সেখানে ব্যবসা-বাণিজ্য সবই করছেন। আমাদের কাছে তাদের পাসপোর্ট নবায়ন করে দিতে অনুরোধ করেছেন। আমাদের যে সিস্টেম, সেই অনুসারে পাসপোর্টগুলো নবায়ন আমরা করছি। আপনারা নিশ্চয়ই জানেন, প্রায় ২৮ লাখ ৬০ হাজার বাংলাদেশি সৌদিতে বসবাস করছেন। বিভিন্ন পেশায় তারা নিয়োজিত। তাদের কেউ কেউ ব্যবসা করছেন। সেই ব্যবসায় যাতে আরেকটু সুবিধা পান, তা নিয়েও আলোচনা হয়েছে। আমরা মনে করি, আমাদের সম্পর্ক আরও উন্নত হবে এই সফরে।
আশির দশক থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে যাওয়া রোহিঙ্গাদের পাসপোর্ট বা পরিচয়পত্র দেওয়ার জন্য কয়েক বছর ধরে বলে আসছে সৌদি আরব।
যেসব রোহিঙ্গা বাংলাদেশ সরকারের বিশেষ বিবেচনায় গিয়েছিল, শুধু তাদের পাসপোর্টই নবায়ন করা হবে জানিয়ে কামাল বলেন, যারা বিশেষ বিবেচনায় গিয়েছিল, সেইগুলো শনাক্ত করে, আমরা যাদের পাসপোর্ট দিয়েছি, তাদের পাসপোর্ট নবায়ন করার ব্যাপারে আমরা ওয়াদাবদ্ধ। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো আমরা দেখব। এ সমস্যা সমাধানে সৌদি আরবে দুই দেশের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএখন আর কোন শিক্ষার্থীকে মাঝপথে ঝরে পড়তে হয় না
পরবর্তী নিবন্ধভবিষ্যৎ স্থপতিদের জন্য কেএসআরএমের অ্যাওয়ার্ড