তিন মাস পর বাস চালক গ্রেপ্তার

লোহাগাড়ায় দুর্ঘটনায় ১১ মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীশিশুসহ ১১ জন নিহতের ঘটনার তিন মাস পর মো. সোহেল তালুকদার (২৭) নামে পলাতক বাস চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে রাজধানীর মিরপুর থানাধীন আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল ঢাকার দক্ষিণ খানের ফরহাদাবাদ এলাকার মো. হানিফের পুত্র।

জানা যায়, গত ২ এপ্রিল সকালে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় কঙবাজারমুখী মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ১০ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরো একজন যাত্রী। ঘটনার পর থেকে রিলাঙ পরিবহনের বাসটির চালক সোহেল পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। অবশেষে র‌্যাব থাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানায় হস্তান্তর করে।

এদিকে গত ৩ এপ্রিল এ ঘটনায় রফিকুল ইসলাম নামে নিহত মাইক্রোবাসের এক যাত্রীর শ্যালক রবিউল হোসাইন বাদী হয়ে দোহাজারী হাইওয়ে থানায় মামলা দায়ের করেন। এতে রিলাঙ পরিবহনের বাসটির চালক সোহেল তালুকদারকে আসামি করা হয়েছিল।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, ঢাকার আজিমপুর এলাকা থেকে বাস চালক সোহেল তালুকদারকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে দোহাজারী হাইওয়ে থানায় আনার পর গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়াসিম হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ