রাউজান উপজেলার রাউজান সদর ইউনিয়নের রশিদর পাড়া থেকে তিন মাস আগে চুরি করা একটি গরুসহ গরু চোরকে পুলিশ আটক করেছে। ওই গরুটির মালিক মো. আজিম।
জানা যায়, গরু চুরি হয়ে যাওয়ার পর মালিক অনেক খোঁজাখুঁজি করে আসছিল। গতকাল রবিবার সকালে স্থানীয়রা দেখতে পায় মালিকের বাড়ি থেকে কিছু দুরে অবস্থিত পূর্ব রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাঁধা অবস্থায় রেখে ওই বিদ্যালয়ে দপ্তরী সেকান্দর আজিম পালন করছে। বিষয়টি জানাজানি হলে মালিক গিয়ে গরুটি সনাক্ত করে।। পরে স্থানীয় মেম্বার আবদুল নবীকে ডেকে এনে গরুটি উদ্ধার করে চোরকে ধরে ইউনিয়নের চেয়ারম্যান বি, এম জসিম উদ্দিন হিরুর কাছে নিয়ে যায়। এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্ল্রাহ আল হারুন বলেন, জনতা চোর সেকান্দরকে পুলিশের কাছে সোর্পদ করেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।