তিন মামলায় মাঈনুলের ১২ দিনের রিমান্ড মঞ্জুর

মাকে গুলি করে হত্যা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৪:৫১ পূর্বাহ্ণ

পটিয়ায় মাকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় পুত্র মাঈনুদ্দীন মো. মাঈনুলের (২৯) হত্যা ও অস্ত্রসহ পৃথক ৩ মামলায় ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালত এ রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পটিয়া থানার উপ পরিদর্শক মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে সাতকানিয়া থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা করেছে র‌্যাব। এই মামলায় গতকাল আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন সাতকানিয়া থানার উপ পরিদর্শক চন্দন রায়।
এদিকে গত ১৬ আগস্ট ঘটনার দিন রাতে পটিয়া থানায় মা জেসমিন আকতারকে হত্যার দায়ে বড়বোন শায়লা শারমিন নীপা তার ছোট ভাই মাঈনুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন পটিয়া থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম হাজারী বাদী হয়ে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে পটিয়া থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করেছেন। এ নিয়ে মাঈনুলের বিরুদ্ধে পটিয়া ও সাতকানিয়া থানায় পৃথক তিনটি মামলায় হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে নগরী ও পটিয়া থানায় ৮/৯টি মামলা ছিল।
উল্লেখ্য, ১৬ অগাস্ট অর্থ ও সম্পদের লোভে পটিয়ার সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির বর্ষিয়ান রাজনীতিক সামশুল আলম মাস্টারের বড় ছেলে তার মা জেসমিন আকতারকে গুলি করে হত্যা করেন। সেদিন প্রথম গুলিটি করেছিলেন তার বড় বোন শায়লা শারমিন নিপাকে। ভাগ্যক্রমে গুলিটি মিস ফায়ার হওয়ায় নিপা প্রাণে বেঁচে যান।

পূর্ববর্তী নিবন্ধপরিত্যক্ত জায়গায় মিনি শিশু পার্ক পুনর্দখল রোধে ফুটপাতে পকেট ল্যান্ড
পরবর্তী নিবন্ধকক্সবাজারে শিক্ষিকাকে গণধর্ষণ মামলায় ৩ আসামি গ্রেপ্তার