তিন মহীয়সী নারীকে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সম্মাননা প্রদান

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:৩১ পূর্বাহ্ণ

বর্ণিল অনবদ্য আয়োজনে নারী দিবসের কর্মসূচি বাস্তবায়ন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং। গত শুক্রবার চকবাজার কলেজ রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্স চত্বরে নারী দিবস উদযাপন ও পবিত্র মাহে রমাদান উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী, ইফতার ও আর্থিক অনুদান বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের গভর্নর কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চসিক একুশে সম্মাননা স্মারকজয়ী নারীনেত্রী প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর কামরুন মালেক এবং লিওলায়ন রাজিব সিনহা।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স গভর্নর কোহিনূর কামাল বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং বাংলাদেশের লায়নিজমের পথিকৃৎ এম আর সিদ্দিকীর ক্লাব। এ ক্লাবের কিংবদন্তিসম নেতৃবৃন্দ থেকেই আমরা দিকনির্দেশনা পাই। তিনি সম্মাননা প্রদানের ক্ষেত্রে তরুণ মেধাবীদের অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করেন। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট রেবেকা নাসরীনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি মোহাম্মদ আইয়ুবের পরিচালনায় সমাজসেবা ও নারী অগ্রযাত্রায় বিপুল অবদানের স্বীকৃতি স্বরূপ লায়ন কামরুন মালেক, লায়ন কোহিনূর কামাল ও লায়ন আবিদা সুলতানাকে বিশেষ সম্মাননা প্রদান করেন লায়ন এম এ মালেক।

সম্মাননা স্মারক প্রাপ্তির প্রতিক্রিয়ায় লায়ন কামরুন মালেক বলেন, নারী অগ্রযাত্রায় পুরুষের অবদান অনস্বীকার্য। পুরুষদের বাদ দিয়ে নারী অগ্রযাত্রা শুধু নয় বরং কোনপ্রকার অগ্রগতি সম্ভব নয়। যেটা দরকার সেটা হলো যার যার অবদানকে স্বীকার করবার মনমানসিকতা এবং যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়ার দায়িত্ববোধ, বৈষম্যহীন সাম্য আচরণ। বক্তব্য রাখেন ইংরেজি দৈনিক পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের প্রাক্তন ভাইস জেলা গভর্নর লায়ন এস এম ফারুক, প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন গোপালকৃষ্ণ লালা, প্রাক্তন কেবিনেট ট্রেজারার লায়ন তপন কান্তি দত্ত, প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন সিলভাস্টার বার্নাডেট, লায়ন স্বপন কুমার পালিত, লায়ন আবু নাসের রনি, লায়ন মোহাম্মদ আবদুর রব শাহীন, লায়ন এম সোহেল খান, লায়ন বাবুল কান্তি লালা ও লিও জেলা প্রেসিডেন্ট লিও দীপ্ত দে। সেবা কর্মসূচিতে অংশ নেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট চলচ্চিত্রকার ইসমাইল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি বাসুদেব সিনহা, ট্রেজারার অনুপম মজুমদার, প্রাক্তন ট্রেজারার লায়ন নূর আকতার জাহান, লায়ন মহাদেব ঘোষ, প্রাক্তন লিও ক্লাব প্রেসিডেন্ট লায়ন জিয়াউল হক সোহেল, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন প্রমুখ সহ লায়ন ও লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও শাহাদাত হোসেন সাইফ, লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের প্রেসিডেন্ট লিও নাজমুল হাসানসহ ক্লাবের লায়ন ও লিও সদস্যগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআভিজাত্য ছোঁয়ায় রাজকীয় ইফতার হোটেল রেডিসনে
পরবর্তী নিবন্ধজাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ