স্বাধীনতা ৫০বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ থেকে ২৬ নভেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে নান্দীমুখ আয়োজন করেছে ১০ দিনব্যাপী নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব। বাংলাদেশ, ভারত, ফ্রান্স, জাপান, মেক্সিকো, স্পেন ও সুইডেনের ১২টি নাট্যদল তাদের প্রশংসিত প্রযোজনাসমূহ মঞ্চস্থ করবে এবারের আয়োজনে। উৎসবের উদ্বোধন ১৭ নভেম্বর সন্ধ্যা ৫.৩০ মিনিটে। উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন দেশবরেণ্য নাট্যজন আতাউর রহমান ও চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এবং অতিথি থাকবেন নাট্য গবেষক আশীষ গোস্বামী। সভাপতিত্ব করবেন নান্দীমুখের প্রধান এবং উৎসব সমন্বয়কারী অভিজিৎ সেনগুপ্ত।
দশদিন্যবাপী এই নাট্য উৎসবে ১৭ নভেম্বর গণায়ন নাট্য সম্প্রদায় (বাংলাদেশ) মঞ্চস্থ করবে শেক্সপিয়রের জুলিয়াস সিজার, ১৮ নভেম্বর লোকনাট্য দল (বাংলাদেশ) তপস্বী ও তরঙ্গিনী, ১৯ নভেম্বর থিয়েটার গ্রুপ গুম্বো (জাপান) টিয়ারুম অন দ্য বর্ডার, ২০ নভেম্বর থিয়েটার শাইন (ভারত) অপেক্ষায় অপেক্ষায়, ২১ নভেম্বর সবার পথ (ভারত) শীতলপাটি, ২২ নভেম্বর নান্দীমুখ আমার আমি, ২৩ নভেম্বর লা টুবা কোম্পানি (স্পেন) ভেজেটেরিয়ান ওফেলিয়া গেস লোট্টা প্রড (সুইডেন), ২৪ নভেম্বর লা কোম্পানি দু পাস সেজ (ফ্রান্স), দ্য ড্রিম অফ এ রেডিকিউলাস ম্যান অ্যান্ড এক্কিহলেমা ট্রিট (মেক্সিকো), ২৫ নভেম্বর থিয়েটার প্ল্যাটফর্ম (ভারত) একটি সহজ খুনের গল্প, ২৬ নভেম্বর বারাসাত ক্লাপিক (ভারত) ওয়ার্ড নং-৬। আন্তর্জাতিক উৎসব উপলক্ষে তিনটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
১৮ নভেম্বর সকাল ১০টায় আর্ট গ্যালারি হলে ‘একুশ শতকের বঙ্গনাট্য : অন্য পথের খোঁজে’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক অভিক ভট্টাচর্য, ১৯ নভেম্বর সকাল ১০টায় ‘উত্তরাধিনুকতা ও আমাদের থিয়েটার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ২৫ নভেম্বর ‘সমকালীন দৃষ্টিভঙ্গিতে রবীন্দ্রনাথের নাটক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন সলিল সরকার। ২৬ নভেম্বর অনিরুদ্ধ মুক্ত মঞ্চে রয়েছে সমাপনী ও নান্দীমুখ সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রতিবছর উৎসব উপলক্ষে নান্দীমুখ নাটকের গুণীব্যক্তিদের সম্মাননা প্রদান করে আসছে। প্রতিদিন বিকেল ৫.৩০ মিনিটে মুক্তমঞ্চে রযেছে সাংস্কৃতিক অনুষ্ঠান।